প্রকাশিত: Fri, Jan 12, 2024 11:37 AM
আপডেট: Thu, Jul 10, 2025 10:12 PM

[১]টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা [২]৩৭ সদস্যের মন্ত্রিসভা

মাসুদ আলম: [৩] বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর অতিথিরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্য শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। 

[৪] রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্র ও সরকারের  গোপন তথ্য প্রকাশ না করার শপথও গ্রহণ করেন। 

[৫] প্রধানমন্ত্রীর শপথের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। 

[৬] শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

[৭] এর আগে শপথ নিতে বিকেলের পর থেকে একে একে ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। সন্ধ্যার পর বঙ্গভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

[৮] গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করে। জাতীয় পার্টি ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। 

[৯] শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ফেরার পথে রাজউক এভিনিউ ও বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে সর্বস্তরের হাজারো মানুষ তাকে অভিনন্দন জানায়। বিকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বঙ্গভবন এলাকায় উপস্থিত হন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব